আমাদের কথা খুঁজে নিন

   

অশ্রু ও শোকের অধিপতি

sorry vai চারপাশে পরাজিত মুখেদের ছবি দেখতে দেখতে ক্লান্ত তুমি, ক্লান্ত, তবে এখনও জয়ী হবার ভরসা আছে যদিও তা বাজার সাপেক্ষ। ভাল ক্রেতা মিলে গেলেই তুমি জহরত। অথচ ভূখা পরাজিত মুখেরা আজন্মই পরাজিত ও পাপী। পাপী, কেননা তারা পরাজিত, আর পরাজিত কারন তারা পাপী। যে পাপের ভারে আজ তুমি নারী সেই একই পাপের ভারে এরা পরাজিত।

যে পাপ করেছিল পিতামহ সেই পাপের ধারা আজে রক্তে তোমার বহমান হে নারি। যে পাশা খেলায় মত্ত হয়ে কোন এক দূর্বার সঙমের রাতে তোমাকে নারী করে আনা হয়েছিল পূর্বানুমতি না নিয়েই, তেমনি এ পরাজিতদেরকেও আনা হয়েছিল তারা আসতে না চাওয়ার পরও। কেবল তাদেরকে একটাই শান্তনা দেয়া হয়েছিল এই বলে যে তোমরা সে গ্রহে অধীষ্ঠিত হবে এক হাহাকার জাগানো নামধারি রুপে, তা হল কবি। তোমাকে করা হল নারীর অশ্রু ও বেদনার একচ্ছত্র অধিকারী। আর নারী, তোমাকে বলা হল মায়াবতী রমনী যে তুমি প্রার্থনায় রত হবে পাপ ও দু:খের অবেলায়।

তারপর তারপর এ গ্রহের বয়েস হল জোয়ার হল ভাটা হল, তুমি হয়ে উঠতে পারলে না যোগ্য প্রার্থিনী, আর আমরা পরাজিতেরা হলেম না তোমাদের অশ্রু ও শোকের একচ্ছত্র অধিপতি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.