আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসি তাই, ভালোবেসে যাই

তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে ভালোবাসা….. আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? লালচে সন্ধায় সে… মায়াবী সুখ। এই জোছনা রাতে হাত রেখে হাতে হেঁটে চলা বহুদূর…… এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? আমি দু-হাত ভরে মায়াবী অজস্র ভালোবাসায় শুনিয়ে আজ বলছি তোমাকে, ভালোবাসি তাই, ভালোবেসে যাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.