ক্ষনস্থায়ী জীবনের এই ক্ষনিক সময় শুধুই আসা যাওয়া তাও ক্ষনিকের তুমি আর আমি আজ দুজন দুই প্রান্তে । ভাবনার আকাশ জুড়ে শুধুই তুমি অবাগ লাগা কিছু ভালবাসা এখনো তারিয়ে বেড়াই আমাকে । পৌষের শিশির কনার মতো আলতো ভাবে এখনো নাড়া দেয় মনের মাঝে । বুঝতে পারিনা কেন এমন হয় যখন আমি একা থাকি তখন নই আমি উপলব্ধি করতে পারি তোমাকে একাই থাকতে হবে তাহলে কেন এই আসা যাওয়া ক্ষনিকের মায়া জ্বালে এতোটাই নিজেকে জড়িয়েছ যে ইচ্ছা করলেই আর ফিরতে পারছনা।
তাই তুমি _________$$$$$$$$$$
__________$$$$$$$$$$$$$
_________$$$$$$$$$$$$$
__________$$$$$$$$$$$$___$$$$$,
_________$$$$$$$$$$$$__$$$$$$$$$
_________$$$$$$$$$$$$$_$$$$$$$$$$
______$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$$$
___$$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$$$$
__$$$$$$$$$$$$______$$$$$$$$$$$$$$
__$$$$$$$$$$$_________$$$$$$$$$$$$$
_$$$$$$$$$$$$_________$$$$$$$$$$$$$
_$$$$$$$$$$$$$________$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$$$$$$$_$$
$$$$$$$$$$$$..$$$_$$$$$$ $$$$$$...$_$$$
$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$$$$$$_$$
$$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$$$$_$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$_$$$$_$
_$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$$$$_$_$
_$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$$__$_$
_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$__$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$_$$$$$$$$$$$
__$$$$$$$$$$$$_$$$$$$$$$$$
__$$$$$$$$$$$__$$$$$$$$$$$
__$$$$$$$$$$$_$$$$$$$$$$$
__$$$$$$$$$$$_$$$$$$$$$$$
__$$$$$$$$$$$_$$$$$$$$$$$
__$$$$$$$$$$__$$$$$$$$$$$
__$$$$$$$$$$_$$$$$$$$$$$$
__$$$$$$$$$$_$$$$$$$$$$$$
__$$$$$$$$$$_$$$$$$$$$$$$
___$$$$$$$$$_____$$$$$$$$
_____0000000000______0000000000_____
________,8888"____"P888888888888888888888b,
-_ _______d88__________`""P8888888888888888888,
-_ ______,8888b________________""888888888888888
-__ _____d8P' ' '__,aa,________________'""8888888888b
-______888b8bd8888888ba,I____________"88888888888, কোন এক সময় আমি হয়ে যাব একা তোমার থেকে তাও ক্ষনিকের ব্যবধানে ।
তোমাকে একটা কথা বলতে চাই আসলে তুমি কি নারী ?
কে তুমি নারী বাড়াও হাত সময়ের প্রয়োজনে
ক্ষনিক হেসে পাশে বসে জড়ালে আপন মনে
নিজের সাথে লুকোচুরী নিজের খেলার ছলে
আর একটা মন নষ্ট করলে নিজের আয়োজনে।
কি ছিল ভুল সময়ের পথে তুমিও একা আমিও একা
এভাবেই চলবে সময় আপন পথে ক্ষনিক হেসে
থাকবনা আমি থাকবেনা তুমি শুধুই স্মৃতি ক্ষনিকের
কি ছিল ভুল বললেনা তুমি শেষ জীবনেও।
তুমিও একা আমিও একা কোন এক সময় হয়ে যাবে অতীত ক্ষনস্থায়ী জীবনের জন্য শুধু শুধু অভিমান আর ভালবাসা কি ছিল প্রয়োজন কেন ভাল বাসে মন । প্রত্যাশিত সেই নারী হয়ে যাই অচেনা সময়ের সাথে সাথে। জীবনরে বেলা ভুমিতে এক সময় আমি হয়ে যাব তোমাদের অতীত হয়তো কেউ বুঝবেনা কেউ খুজবেনা কে আমি অতিথি ক্ষনিকের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।