আমাদের কথা খুঁজে নিন

   

একটা পেন্সিলের সৃষ্টি রহস্য এবং মানুষ...

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। " পেন্সিল তৈরি করার পর প্রস্তত কারক পেন্সিলের কে বল্লেন, "তোমাকে আমি বিশ্বের মানুষের কাছে পাঠানোর আগে তোমার পাঁচটা বিষয় জানা দরকার। সবসময় এই পাঁচটা বিষয় মনে রাখবে তাহলে তুমি বিশ্বের সেরা পেন্সিল হয়ে উঠবে। " ১) তুমি অনক বড় বড় কাজ সম্পাদন করতে পারবে তার আগে তোমাকে কারো সাহায্য এবং নেতৃত্ব মেনে নিতে হবে। ২) চলার পথে মাঝে তোমাকে নিজের কার্যক্ষমতা বাড়ানোর জন্য অনেক বেদনাদায়ক পরিস্থিতির সন্মুখীন হতে হবে।

কিন্তু তাতে তুমি বিচলিত হবেনা একটা উৎকৃষ্ট পেন্সিল হয়ে উঠার জন্য এটা অত্যাবশ্যকীয়। ৩) তোমার ভেতরে যা আছে তাই তোমার প্রধান সম্পদ। ৪)তুমি যদি কোন ভূল কর হতাশ হওয়ার কারণ নেই। সেই ভূল শুধরানোর ক্ষমতা তোমার আছে। ৫) পরিস্থিতি যত কঠিনই কিংবা কাজের পরিবেশ যত জটিল হোকনা কেন তুমি লিখে যাবে।

তোমার কাজ হল যে কোন পরিস্থিতিতে সুন্দর ও পাঠযোগ্য দাগ কেটে যাওয়া। এই বিষয়গুলো মেনে চল্লেই তুমি একটা সফল পেন্সিল হয়ে উঠবে। প্রিয় পাঠক এবার পেন্সিল মেকারকে স্রষ্টা ও নিজেকে পেন্সিলের সাথে তুলনা করুন এবং সফল মানুষ হওয়ার পথে এগিয়ে যান। শুভকামনা সবার জন্য। ইন্টারনেট অবলম্বনে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.