আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিই যখন সব অনিষ্ঠের মূল তখন আওয়ামীলীগকে আজীবনের জন্য ক্ষমতায় রাখলে কেমন হয়?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আমরা এখন যা দেখছি.... বর্তমান বিদ্যূৎ অব্যবস্থাপনায় কে দায়ী? ঐ বিএনপি আর জোট সরকার। (নতুন বিদ্যূৎ কেন্দ্র উদ্বোধন ফলাও করে প্রচার করা হয় অথচ পুরনো ১২০০ মেগাওয়াট কেপটিভ বিদ্যূৎ কেন্দ্র গুলি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে সে খবর কয়জন রাখি। আর বিনা টেন্ডারে, প্রধানমন্ত্রীর দায়মুক্ত পত্র দান প্রতিশ্রুতিতে রেন্টাল বিদ্যূৎ কেন্দ্র স্থাপন কি দূর্নীতির সামিল নয়?) মহাসড়ক ভাংগা ও বেহাল দশা কেন? ঐ বিএনপি আর জোট সরকার। (অথচ যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অব্যবস্থাপনার অভিযোগ এবং যোগাযোগ মন্ত্রনালয় অর্থ মন্ত্রনালয়কে দায়ী করা) জ্বালানী তেলের দাম কোন সরকার বেশী বাড়িয়েছে? ঐ বিএনপি আর জোট সরকার। (গতকালকে জ্বালানী উপদেষ্টা বললেন বিএনপি ও জোট সরকার ৯ বার জ্বালানী তেলের দাম বাড়িয়েছে।

তার মানে ঘুরে ফিরে বিএনপি ও জোট সরকার উপর সাধারণ মানুষের দৃষ্টি ঘুরিয়ে গা বাচাঁনোর প্রয়াশ। ) দূর্নীতি কে বেশী করছে? ঐ বিএনপি আর জোট সরকার। (অথচ যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে স্বয়ং বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ করেছে এতে সরকার বিন্দুমাত্র বিচলিত হয়নি, মন্ত্রী বহাল তবিয়তে রয়েছে। ) আওয়ামীলীগ ১৯৯৬ তে শেয়ার বাজার নিয়ে যা করছে ২০১০-২০১১ তার চেয়েও অধিক গুন বেশী করছে। ইচ্ছা মতো চুসতেছে।

কিন্তু খেয়াল করছেন আওয়ামী সরকার পার‌ছে না শেয়ার বাজার নিয়া ঐ বিএনপি আর জোট সরকারে ভরাইতে। আর প্রধানমন্ত্রী শেয়ারবাজার নিয়া সংশ্লিঠ সকলের সাথে বৈঠক করছেন। এতো দিন তিনি কোথায় ছিলেন? তিনি জানতেন না বিনিয়োগকারীদের অবস্থা? ৩৩ লাখ বিনিয়োগকারীদের রাস্তায় বসিয়ে প্রধানমন্ত্রীর এই ঝাঁড়ফূক, তাবিজ কোন কাজই হবে না। যাই হোক সোজা কথা আওয়ামী সরকার যেখানেই ব্যর্থ হচ্ছে সেখানেই প্রধান বিরোধীদল বিএনপি ও জোট সরকারকে দায়ী করে জনসাধারণের দৃষ্টি ঘুরানোর চেষ্টা করছে গত তিন বছর ধরে। আরে বিএনপি'র ব্যাপক দূর্নীতি করেছে বলেইতো আজ আওয়ামীলীগ দেশ পরিচালনায় দ্বায়িত্ব পেয়েছে।

এটাতো একটা পাগলও বুঝে। কিন্তু আফসুস আওয়ামীলীগ বুঝে না। আওয়ামীলীগ খালি বুঝে কে আওয়ামীলীগ, আর কে যুদ্ধাপরাধী। যাই হোক,এখন আপনাদের যৌক্তিক ও মূল্যবান মতামত দেন বিএনপিই যখন সব অনিষ্ঠের মূল তখন আওয়ামীলীগকে আজীবনের জন্য ক্ষমতায় রাখলে কেমন হয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।