বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ‘পাগলা কুকুরের’ মত আচরণ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ নয়, বিএনপি জন আতঙ্কে ভুগছে। ক্ষমতায় যেতে তারা নিজেদের অফিসে আগুন দিয়েছে। ”
শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টিতে এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া বলেছেন নতুন নেতৃত্বের হাতে দেশ তুলে দিবে। তার নতুন নেতৃত্ব তারেক জিয়া।
তারেক জিয়া ২১ অগাস্টের গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ”
এ সময় তিনি চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আগে চট্টগ্রামে রেলওয়ের সদর দপ্তর ছিল। এরশাদ সরকারের আমলে তা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ভাগ করে এর সদর দপ্তর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ”
শনিবার চট্টগ্রামে রাবার বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রামে সদর দপ্তর স্থাপন নিয়ে মন্ত্রিসভার সদস্যরাসহ অনেকে বিরোধিতা করেছেন।
তারপরও চট্টগ্রামে তা করা হচ্ছে। ”
চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র দেশের দ্বিতীয় টেরিস্টরিয়াল টেলিভিশন কেন্দ্রে রূপান্তর হচ্ছে বলেও জানান হাছান মাহমুদ।
চট্টগ্রামে ২০১৫ সালের মধ্যে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের কাজ শেষ হবে জানিয়ে তিনি বলেন, এ কনভেনশন সেন্টারে মেলা করার ব্যবস্থা থাকবে।
এ কনভেনশন সেন্টার ঢাকার বঙ্গবন্ধু সেন্টারের চেয়ে ভালো হবে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকার কনভেনশন সেন্টারে মেলার ব্যবস্থা না থাকলেও চট্টগ্রামে মেলার ব্যবস্থা থাকবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।