শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে গর্ববোধ করছি। গত কিছুদিন হতে ভাবিতেছিলাম জাফর স্যার কে ফোন দিয়ে করজোড়ে অনুরোধ করব স্যার তথ্য-প্রযুক্তির প্রয়োগে শাবিপ্রবি সবসময়ে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে পথ দেখিয়েছে। এবার দয়াকরে অনলাইনে ট্রান্সক্রিপট তোলার ফি জমা দিয়ে সেটা কুরিয়ারে ডেলিভারির ব্যবস্হা করে আমার মত প্রবাসী ছাত্র-ছাত্রী দের রক্ষা করুন। আল্লাহ মনে হয় আমার মনের কথা শুনেছে। রমজান মাসের প্রথম দিনে ইফতার করে এসে সু-সংবাদটি শুনলাম। সুত্র: SUST24.COM এই মহৎ কর্মে নিযুক্ত শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে জানায় অন্তরের অন্তস্হল থেকে অভিন্দন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।