D:\Picnic-2010\503.jpg আজ ০৬ আগস্ট'২০১২ সদ্য প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে এক স্মরণ সভা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর কেন্দ্রিয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখকের ভাই এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রফেসর ড. ইয়াসমীন হক। বিশেষ আমন্ত্রিত অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক আনিসুল হক, কথা সাহিত্যিক প্রশান্ত মৃধা। এছাড়া, হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজ এবং তার পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের বিপুল সংখ্যক সদস্য সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা লেখকের বিভিন্ন সৃষ্টিকর্ম এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন। এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কারো কারো চোখ জল এসে যায়। লেখকের মেয়ে শিলা আহমেদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন, এতে অনেকের চোখে জল এসে পড়ে। আলোচনার ফাঁকে ফাঁকে লেখকের প্রিয় গান এবং কবিতা পরিবশেন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র-শিক্ষক।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।