শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। শাবিপ্রবি শাখা শিবিরের ডাকে দ্বিতীয় দিনের মতো চলমান ধর্মঘটের সমর্থনে দলটির কর্মীরা মিছিল বের করে। আর এ সময়ই সংঘর্ষের ঘটনাটি ঘটে। শিবিররা আহতদের নিজেদের কর্মী বলে দাবি করেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ৩০/৪০ জন শিবির কর্মী ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের ফুড কোর্টের দিকে এলে পুলিশ তাতে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে শটগানের ৫০ রাউন্ড গুলি ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সংঘর্ষে পাঁচ শিবির কর্মী আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে শিবিরের হুমকিতে পদার্থ বিজ্ঞান বিভাগের পরীক্ষা পেছানোর পর এবার পলিটিক্যাল স্টাডিজ বিভাগ কর্তৃপক্ষও পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।