আমাদের কথা খুঁজে নিন

   

শাবিপ্রবিতে ৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩ (সিলেট অঞ্চল) আগামী ২৮ ফেব্রুয়ারি

সবসময় সবার সাহায্যে………তাই সহায়ক

স্নাতক পর্যায়ে গণিতের মহোৎসব ‘৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩’ এর সিলেট অঞ্চলের প্রতিযোগিতা আগামী ২৮/০২/২০১৪ইং তারিখ রোজ শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগে অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিযোগিতাটি গত বছরের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য সচিব ও শাবিপ্রবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান আজ রোববার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের স্নাতক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রত্যেক প্রতিযোগীকে সনদপত্র, টি-শার্ট, ফোল্ডার ও দুপুরের খাবার দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতার সেরা দশ প্রতিযোগীকে পদক ও সনদপত্র প্রদান করা হবে। তারা আগামী ২০/০৩/২০১৪ইং তারিখে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এ অনুষ্ঠেয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং শাবিপ্রবি গণিত সমিতির সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজনে রয়েছে শাবিপ্রবির গণিত বিভাগ।

এদিকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা শাবিপ্রবি গণিত সমিতির আইটি উইং সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রত্যেক প্রতিযোগীকে অনন্য ট্র্যাক নম্বর ও আইডি নম্বর প্রদান করা হয়েছে। প্রতিযোগীদের আগামী ২৮/০২/২০১৪ইং তারিখ রোজ শুক্রবার সকাল নয়টায় শাবিপ্রবিতে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে এসে রিপোর্ট করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তাদের সকলকে সাথে করে অবশ্যই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র আনতে হবে।

প্রতিযোগিতা বিষয়ক যেকোন তথ্যের জন্য ভিজিট করা যাবেঃ http://www.sustmatharena.com এই ওয়েবসাইটে।



ধন্যবাদান্তে,

গণমাধ্যম উইং
শাবিপ্রবি গণিত সমিতি
২৩/০২/২০১৪



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.