আমাদের কথা খুঁজে নিন

   

বেগম রোকেয়া থেকে বরগুনার ফারজানা: পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক ফারজানার প্রতিবাদের কথা

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান কে না জানে! জানা আছে চট্টগ্রামের বিপ্লবী প্রীতিলতার আগুনঝরা কাহিনীও। মহান মুক্তিযুদ্ধে তারামন বিবির বীরগাঁথাও শ্রদ্ধাভরে স্মরণ করে বাঙ্গালী জাতি। এদেশের মাটিতে জন্ম নিয়েছে এমন অনেক মহিয়সী নারী। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা উজ্জল নক্ষত্র। সবশেষ, মাথা উঁচু করে দাড়িয়েছেন বাংলার আরেক সূর্য্যকন্যা।

ফারজানা ইয়াসমিন। বর আর তার আত্মীয়রা যৌতুক চাওয়ায় বিয়ে ভেঙে দিয়েছেন বরগুনার এই সাহসী মেয়ে। তাঁর কথা এখন সবারই জানা। দেশের মাটি ছাড়িয়ে পৌছে গেছে দূর দূর দেশে। তাঁকে নিয়ে খুব বেশি কিছু লেখার নেই।

সবাই জানেন তা। সংক্ষেপে উপস্থাপন করছি বড় এক প্রস্তাবনা। আর তা হলো যৌতুকের বিরুদ্ধে ফারজানার রুখে দাড়ানোর গল্প পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্ত করা হোক। যাতে গ্রামগঞ্জ আর প্রত্যন্ত অঞ্চলের সবাই শিক্ষা অর্জনের প্রথম স্তরেই যৌতুক সম্পর্কে ঠিকমতো জ্ঞান অর্জন করতে পারে। আর, ফারজানার মতোই হয়ে উঠবে সুশিক্ষিত।

সরকার আর এনজিওগুলোর যৌতুক বিরোধী কাজে কোটি কোটি টাকা খরচও সাশ্রয় হবে। শুধু তা-ই নয়, এ খাতে সরকারী এবং এনজিওগুলোর দূর্নীতির সুযোগ থাকলে তাও বন্ধ হয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।