নারীমক্তি সংক্রান্ত লেখালেখি এবং কথাবার্তা বলতের গেলেই বেগম রোকেয়াকে আমাদের খুব মনে পড়ে। তাই বেগম রোকেয়া রচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু আংশ তুলে ধরেছি উদ্ধৃতি আকারে তুলে ধরছি। এসব জানা তাকলে বুঝা যায় যে নারীদের অধিকার আদায় হল সংগ্রাম। নারী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি তার কথায়।
দেখিলেন, ভগিনি! যেখানে অশিক্ষি্ত চক্ষু কর্দম দেখে, সেখানে সেখানে শিক্ষিত চক্ষু হীরা-মানিক দেখে! আমরা যে এহেন চক্ষুকে চির-অন্ধ করিরা রাখি, বিবেক আমাদিগকে আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে-------
এখন উন্নতির চেষ্টা করা আমাদের কর্তব্য।
('স্ত্রীজাতির অবনতি'
মতিচুর প্রথম খন্ডের দ্বিতীয় প্রবন্ধ
নবনুর-ভদ্র, ১৩১১)
স্বাধীনতা অর্থে পুরুষের ন্যায় উন্নত অবস্থা বুঝিতে হইবে!
('স্ত্রীজাতির অবনতি'
মতিচুর প্রথম খন্ডের দ্বিতীয় প্রবন্ধ
নবনুর-ভাদ্র, ১৩১১)
জগতের যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনীসহ অগ্রসর হইতেছেন, তাহারা উন্নতির চরমসীমার উপনীত হইতে চলিয়াছেন।
('স্ত্রীজাতির অবনতি'
মতিচুর প্রথম খন্ডের দ্বিতীয় প্রবন্ধ
নবনুর-ভাদ্র, ১৩১১)
আমরা অকর্মন্য পুতুল-জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই, একথা নিশ্চিত।
('স্ত্রীজাতির অবনতি'
মতিচুর প্রথম খন্ডের দ্বিতীয় প্রবন্ধ
নবনুর-ভাদ্র, ১৩১১)
বিষয় যে, আমি চিত্রকর নহি- নতুবা এই নারীরূপ অর্ধঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে, তাহা আঁকিয়া দেখাইতাম।
('অর্ধাঙ্গী'
নবনুর, আশ্বিন, ১৩১১)
আআয়েন তালাক। বায়েন তালাক,
তালাক তালাক, তিন তালাক
আজ জুরুরে দিলাম তালাক।
'নারীর আধিকার'
মাহেনও, মাঘ,১৩৬৪।
চাকুরি মা! তোর চরণ দুটি
নিত্য পূজা করি
এই অফিসে চাকুরি যেন
বজায় রেখে মর।
('এন্তি শিল্পী'
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
বৈশাখ, ১৩২৮)
হুকুর হুকুর কাশে বুড়া
হুকুর হুকুর কাশে
নিকার নামে হাসে বুড়ি
ফুকুর ফুকুর হাসে। ।
('নারীর অধিকার'
মাহেনও, মাঘ,১৩৬৪)
সর্ব অঙ্গেই ব্যথা
ঔষধ দুব কোথা?
'চাষার দুঃখ'
(বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
৪র্থ বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ-১৩২৮)
একটু কঠিন।
তবে দরকারি। আমার খুব প্রিয়। কারো ভালো লাগলে খুশি হব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।