আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানি ও টুকাই



একদিন এক পথ মাঝে হোল দেখা, এক পথশিশু আর এক বিজ্ঞানি, জ্ঞানিটার কপালেতে চিন্তার রেখা। টুকাইটা জানে শুধু কাগজ কুড়ানি। ভাবে জ্ঞানি, সমেয়ের ক্যারিকেচ টুকাইকে শেখাবই, আকাশের ব্ল্যাকহোল আজ তাঁকে দেখাবই। এই ছুড়া এদিক আস' এসে মোর পাশে বস- আকাশের পানে দেখ; কত কত তারা- তাহাদের চলনেতে আছে কত ধারা। ঐ দেখ এটি কালপুরুষ, আর ঐদিকে সপ্তর্ষী মন্ডল একি ছায়া পথে চলা পাশাপাশি যার যার পথে তারা অবিছল।

টুকাই মনে মনে হাসে, '' স্যার দুজনেকি দুজনকে নাহি ভালবাসে?'' পাশাপাশি তবু- দুজনের পথ কেন দুটি , কেন তারা এক পথে মিশেনা কভূ। " জ্ঞানি বলে, দুর বেটা গাধা, তুর ঠুলে আছে শুধু এক থালা বাঁদা। এরা সব প্রাণ হীন তারাদের দল, আকাশে তাদের বাস আজ কতকাল। চেয়ে দেখ আমার ঐ নলের ভিতর, দেখা যায় এক খানা কালো আধাঁর। ঐখানে স্থীরতা রাখা সময়ের।

জ্ঞানের ভাসায় একে বলে টাইম ডিলেশান ঐখানি করিলি গমন- তুই হবি তোর অস্থিত্বে বিলীন, সোময়ের গতিহবে শূণ্য যেখানে ঘটিবে তোর অবতরণ, জগত সেখানে হবে ভিন্ন। সেই যাত্রা কালে পার হয়ে যাবি তুই বহুদুর- অগনিত আলোক বছর, লক্ষবছর তোর কাটিবে সময় তবু তোর সময়টা থাকবে অনড়। ''ভিন জগত টাকি ঐ ধারণ করিয়া আছে গুলাকার বস্তু নীচয়'' জিজ্ঞাসা করিল টুকাই। আরো জিজ্ঞাসে- সোময়ের পরিমাপ বলেদিন স্যার কত কাল ইস্থির কাটিবে সময়, বাহিরে আসিব আমি কত কাল পর। বিজ্ঞানি ভাবে, মহাকাল পথিকের কত কাল কাটিবে এভাবে ? অচল কালের হিসাব করিতেযে হবে সচলের প্রভাবে।

আহাহা' অচল সময় সেত নহে অচল, তাহারোত পরিমাপ হয়। ''আসলেকি ব্ল্যাকহোল ভিন জগতের পথ ? আসলেকি ব্ল্যাকহোল সময়ের রথ ?'' জিজ্ঞাসে টুকাই, কি ক্ষমতা আছে ঐ বৃত্তর, "নিশ্চোপ বিজ্ঞানি", মিলিলনা এক্থার কোন উত্তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.