আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াল স্ট্রিট আন্দোলনকারীদের হটিয়ে দিল পুলিশ

'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনকারীদের মঙ্গলবার নিউ ইয়র্কের জুকোত্তি পার্ক থেকে হটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গ্রেপ্তার হয়েছে ৭০ জনেরও বেশি আন্দোলনকারী। চলতি বছর সেপ্টেম্বর থেকে পার্কটিতে অবস্থান নিয়েছিল ওয়ালস্ট্রিট বিরোধীরা। পুলিশের মুখপাত্র পল ব্রাউনি জানিয়েছেন, জুকোত্তি পার্ক থেকে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশে পাশের এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে আরো কয়েকজন।

বেশ কয়েকবার চলে যেতে বলার পরও আন্দোলনকারীরা অনড় থাকায় রাতে অভিযান চালিয়ে তাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয় বলে জানান ব্রাউনি। হাতে ঢাল নিয়ে হেলমেট পরে পার্কটিতে অভিযান চালায় পুলিশ। নিউ ইয়র্ক সময় রাত ১টায় পুলিশী অভিযান শুরু হয়। ভোর সোয়া চারটায় পুলিশ আন্দোলনকারীদের পার্ক থেকে বের করে দেয়। এর আগে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখে পুলিশ।

অভিযান শুরুর আগে লাউড স্পিকারে বিক্ষোভকারীদের পার্ক ছেড়ে যেতে বলা হয়। অন্যথায় তাদেরকে গ্রেপ্তার করার ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভকারী স্যাম উড বলেন, "তারা আমাদের মাত্র ২০ মিনিট সময় দিয়েছে। " পার্কটি এখন ঝাড়– দিয়ে পরিস্কার করা হচ্ছে বলে জানান তিনি। বিশৃঙ্খল আচরণ এবং গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেওয়ার কারণে ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাউনি।

তিনি বলেন, বেশির ভাগ মানুষই শান্তিপূর্ণ ভাবে শিবির ছেড়ে যায়। তবে পার্কের মাঝখানে ছোট একটি দল ক্যাম্প ছেড়ে যেতে চাইছিলো না। পুলিশ জানিয়েছে, পার্কটি পরিস্কার করার পর বিক্ষোভকারীরা আবার সেখানে ফিরে আসতে পারবে। তবে সঙ্গে করে তাঁবু ও অন্যান্য অনুষাঙ্গিক জিনিসপত্র আনতে পারবে না। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের কার্যালয় থেকে জানানো হয়েছে, ওয়ালস্ট্রীট বিক্ষোভকারীদের 'সাময়িকভাবে' পার্ক ছেড়ে যেতে এবং তাদের তাঁবু ও আনুষাঙ্গিক জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়েছে।

চলতি বছর ১৭ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে ওয়ালস্ট্রীট দখর করো আন্দোলনকারী জুকোত্তি পার্কে অবস্থান নেয়। তাদের অনুপ্রেরণায় বিশ্বের অন্য শহরগুলোতেও কর্পোরেট বিরোধী আন্দোলন হয়। কিছু কিছু শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে শুধু বহুজাতিক কোম্পানি ও ধনীরাই সুবিধাভোগ করছে, যারা দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ আর সংখ্যাগরিষ্ঠ জনগণ এ ব্যবস্থায় বঞ্চনার শিকার হচ্ছে। আন্দোলনের সংগঠকরা জানান, আগামী বৃহস্পতিবার 'প্রতিরোধ দিবস' হিসেবে পালনের পরিকল্পনা করেছেন তারা।

'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দেলনের মুখপাত্র এড নিডহ্যাম বলেন, "আমি মনে করি চোখ খোলা রেখেই আমরা আন্দোলনে জড়িয়েছি, তবে প্রতিরোধ দিবসের মিছিল কোনো সংঘাত উস্কে দেয়ার জন্য নয় বরং আমরা চাই অসাম্যের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হোক। " এ কর্মসূচীতে পুলিশ ধরপাকড় চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "এটা ভাবা খুব কঠিন, আপনি প্রতিরোধ দিবস পালন করবেন, আর কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেখাবে না। " ফেইসবুকের আন্দোলনকারীদের পাতায় পোস্ট করা এক বার্তায় ওয়াল স্ট্রিট বন্ধ করে দেওয়ার প্রত্যয় জানিয়েছে একজন সংগঠক। তিনি লিখেছেন, "আমরা ওয়াল স্ট্রিট অচল করে দেবো। " আন্দোলনকারীদের পরিকল্পনা সম্পর্কে সোমবার নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব¬ুমবার্গকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নির্ধারিত সময়েই কাজ শুরু করবে।

মানুষজন ঠিকঠাক মতোই কাজ করতে পারবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। " bdnews24 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.