আমাদের কথা খুঁজে নিন

   

দ্য ওয়াল-পিংক ফ্লয়েড



ষাটের দশকে পিংক ফ্লয়েডের জন্ম। তখন সিড ব্যারেট(ভোকাল ও রিদম),রজার ওয়াটারস(বেস),বব ক্লোস(লিড গিটার),ও ম্যাসন(ড্রামস)রিচার্ড রাইট(কি-বোর্ড)ছিলেন লাইন আপে। সে সময় সিড ব্যারেট প্রগ্রেসিভ রক নামের নতুন এক ধারা রক মিউজিকে সৃস্টি করে। ১৯৬৫ সালে সিড ব্যারেটের অতিরিক্ত এল.এস.ডি ড্রাগস সেবন ও দুর্ব্যভারের কারণে তার জায়গায় নিয়ে আসা হয় ডেভিড গিলমোরকে লিড গিটার ও ও লিড ভোকাল দেয়ার জন্য আর । এ সময়ে বব ক্লোসকেও অপসারণ করে ওয়াটারস হয়ে ওঠেন দলনায়ক।

এরপর এই কিছুদিন আগে মিউজিক থেক দুরে থাকা অভিমানী সিড ব্যারেটের মৃত্য হয়,সাথে তার জনসংযোগহীন নির্জনবাসেরও। গিলমোরের ব্লুজ ও রক মিশ্রিত লিড ও রজার ওরাটারসের নিরিক্ষাধর্মী মিউজিকের নামকরণ হয় psychedelic rock music সুররিয়াল বা পরাবাস্তব মিউজিক। তাদের লিরিক ও মিউজিক তাদের দার্শনিক চিন্তাধারার জন্য বিশ্ববিক্ষ্যাত। দি ওয়াল এলবাম রিলিজ হয় ১৯৭৯ সালে,বের হবার সাথে সাথে ব্যাপক সাড়া পড়ে যায়। এ এ্যালবামটি কিছুদিন ইংল্যান্ডে নিষিদ্ধ হয়েছিলো বিক্রির উপর সরকারী নিষেধাগ্গা জারি হয়।

পরে সেটা তুলে নেয়া হয়। দ্য ওয়াল এলবামে নাগরিক বিপন্নতা,শিক্ষাব্যবস্থার প্রতি বিদ্রোহ,সমাজবিচ্ছিন্নতা,দ্বিতিয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মানুষের অসহায়ত্ব বোধ চোখে পড়ে। মজার বিষয় হচ্ছে এ গানটা দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশী ব্যান্ড "নোভা" "হেই রাজাকার,ছেড়ে যা এ দেশটা আমার"একটি গান করেছিলো। সেটা দেয়ার ইচ্ছে থাকা সত্বেও দিতে পারনি। কারো কাছে থাকলে সে গানটির লিংক দিয়ে যেতে পারেন।

লিরিকস" We don't need no education We dont need no thought control No dark sarcasm in the classroom Teachers leave them kids alone Hey! Teachers! Leave them kids alone! All in all it's just another brick in the wall. All in all you're just another brick in the wall. We don't need no education We dont need no thought control No dark sarcasm in the classroom Teachers leave them kids alone Hey! Teachers! Leave them kids alone! All in all it's just another brick in the wall. All in all you're just another brick in the wall. "Wrong, Do it again!" "If you don't eat yer meat, you can't have any pudding. How can you have any pudding if you don't eat yer meat?" "You! Yes, you behind the bikesheds, stand still laddy! ভিডিও দেখুন অডিও শুনুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।