আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে অবরোধে লাঠিপেটা

কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার বছর ধরে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে-কথা কেউ বলে না। এই সেই শাহবাগ যেখানে আন্দোলন করছে গণ জাগরণ মঞ্চ রাজাকারের ফাসীর দাবিতে। সেই আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে পুলিশি প্রহরায় নিরাপত্তা নিশ্চিৎ করেছে সরকার। আর আজ যখন একটি ন্যায্য দাবি আদায়ে সেই মেধাবী ছাত্রগুলোই জড়ো হয়েছে শাহবাগে, পুলিশ লাঠি পেটা করে, কাঁদানে গ্যাস ছাড়ে। সেলুকাস! সত্যিই বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের মানুষ। এই দেশের নষ্ট রাজনীতির নষ্ট খেলা বন্ধ হবে কবে? কোটা প্রথার ধ্বজাধারী সরকারকে এই মূল্য দিতে হবে। এই আন্দোলনকে কোন দলীয় ব্যনারের ছায়ায় আনা ঠিক হবে না। এই লড়াই আমার-আপনার,সকল মেধাবীদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।