শাহবাগে কোটাবিরোধী আন্দোলনকারীদের মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। আটক করা হয়েছে অন্তত ১০ জনকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাহবাগে আসতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং সেন্ট্রাল লাইব্রেরি পর্যন্ত সরিয়ে দেয় পুলিশ। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে শিক্ষার্থীরা টিএসসি এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। এখানে দেখুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।