রোববার সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধে বিশ্ববিদ্যালয়ের অন্তত এক হাজার ছাত্রছাত্রী অংশ নেন।
এ সময় তারা কোটাবিরোধী শ্লোগান দিয়ে তা বাতিলের দাবি জানান।
অবরোধ চলাকালে সেখানে কয়েকশ’ পুলিশ অবস্থান নেয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর তারিকুর ইসলাম মিলন বলেন, সহিংসতা ও অরাজকতা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা মেনে নেবে না।
গত শনিবারও বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ১৫ মিনিটের জন্য এবং তার আগে গত বৃহস্পতিবার ওই মহাসড়ক কয়েকঘণ্টা অবরোধ করেন।
রাজশাহীতে বিক্ষোভরত সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটা প্রথার কারণে মেধার মূল্যায়ন হচ্ছে না। এর প্রতিবাদস্বরূপ আমরা কর্মসূচি চালিয়ে যাব। ”
গত সপ্তাহে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল কোটার ভিত্তিতে প্রকাশের পর অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। গত ১০ জুলাই বুধবার দিনভর রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা কঠোর হাতে দমন করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।