বৃহস্পতিবার দুপুরে চবি শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে কোটা প্রথা বাতিলের দাবিতে শনিবার ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহের ঘোষণা দেয়া হয়।
মানববন্ধন শেষে মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও সড়ক ঘুরে আবার শহীদ মিনার চত্বরে আসে বিক্ষোভকারীরা।
মানববন্ধনে অংশ নেয়া উদ্ভিদবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র লাজু আহমেদ বলেন, বিসিএস পরীক্ষার মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোটা প্রথার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে।
দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবি চত্বরে কোটা বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানান লাজু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।