আমাদের কথা খুঁজে নিন

   

অতিরিক্ত সচিব আবুল মোসাদ্দেক আজাদ আইনজীবীকে পিস্তল ঠেকিয়ে মামলার শুনানী বন্ধ করে দিল

ভূমি অধিগ্রহণ সংক্রান্ত্ম ক্ষতিপূরণ মামলার শুনানি চলা কালে অপরপক্ষের এক আইনজীবীর মাথায় ফিল্মি ষ্টাইলে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে জনপ্রশাসন মন্ত্মত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) আবুল মোসাদ্দেক আজাদ। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাষক (ভূমি) মোহাম্মদ ইফতেখার হোসেনের সামনেই আজ দুপুরের আইনজীবীর সৈয়দ আহম্মদ মোসত্মফা রানাকে এই হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় আইনজীবী রানা লিখিত ভাবে গতকাল ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট এর কাছে অভিযোগ করেন। সেই অভিযোগ পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাষক (ভূমি) মোহাম্মদ ইফতেখার হোসেন। এ প্রসঙ্গে ইফতেখার সাংবাদিকদের বলেন, এল,এ কেস নং ১৫/৯৫-৯৬ মামলার শুনানি চলা কালিন সময়ে আমার সামনেই এ ঘটনা ঘটে।

শুনানীর এক পর্যায়ে আইনজীবী রানা মামলার প্রয়োজনীয় সার্টিফাইড কপি দাখিলের জন্য ৩০ দিন সময় আবেদন করেন। তখন সচিব মহোদয় জনতে চান কেন সময় দেয়া হবে? এ সময় আইনজীবী তার এ কথার বিরোধীতা করা মাত্রই সচিব তার কোমর থেকে পিসত্মল হাতে নিয়ে আইনজীবীর মাথায় ঠেকিয়ে বলেন,‘ তোকে হত্যা করে ফেলব। ’ এসময় আমি সংযত হয়ে কথা বলতে বললে, এর জবাবে সচিব আমাকে বলেন,‘ তুমি কে? আমি একজন অতিরিক্ত সচিব। ’ এ সময় আমি পুলিশকে ডাকি, ওই সচিবকে গ্রেফতারের জন্য। এরপর সচিব দ্রত আমার কড়্গ ত্যাগ করে চলে যায়।

হত্যার হুমকি দেয়া প্রসঙ্গে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের বলেন,‘ওই সচিব মহোদয়রে বিরম্নদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর প্রতিবেদন পাঠাবো। আমরা আশা করি জনপ্রশাসন মন্ত্রণালয় অবশ্যই তার বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আইনজীবীকে হত্যার হুমকি দেওয়ার কারনে আজাদের অস্ত্রের লাইন্সেস বাতিল করা হবে। এব্যপারে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিব উল্লা হীরু সাংবাদিকদের বলেন, আদালতের কক্ষে অস্ত্র (বৈধ কিংবা অবৈধ) নিয়ে প্রবেশ করা একটি ফৌজদারি অপরাধ ও সম্পূর্ণ বে আঈনী। এ কারণেই আদালতে নিরস্ত্র পুলিশ দায়িত্ব পালন করেন।

তিনি আরো বলেন, এ ঘটনাটি অতান্ত দু:খ জনক। আমারা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। মামলার নথি সূত্রে জানা যায়, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) ইফতেখার হোসেনের আদালতে এল এ কেইস-১৫/৯৫-৯৬ কেসের শুনানিকালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ আহমেদ মোসত্মফা রানাকে হত্যার হুমকি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) আবুল মোসাদ্দেক আজাদ। ওই আবেদনে রাজধানীর মোহাম্মদপুর এলাকার কাটাসূর মৌজার সিএস-৭৭২ নং দাগের ১৮ শতাংশের বেশি জমির ড়্গতিপূরণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখারের আদালতে গত ২০ জুন আবেদন করেন কামাল মোহাম্মদ আব্বাসী ও মাইনুল ইসলাম। পরে জেলা প্রশাষকের কার্যলয় থেকে সমন জারি করা হলে উভয় দাবিদার গতকাল হাজির হয়।

মাইনুলের পড়্গে শুনানিতে অংশ নেয় আইনজীবী সৈয়দ মোসত্মফা রানা আর কামালের পড়্গে শুনানিতে অংশ নেন হত্যার হুমকিদানকারী আবুল মোসাদ্দেক আজাদ। উলেস্নখ এই মামলা পরিচালনা করার জন্য কামালের কাছ থেকে জনপ্রশাসন মন্ত্মত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) আবুল মোসাদ্দেক আজাদ সাদা কাগজে পাওয়ার অফ এর্টনি নেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.