জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। আমি শপথ নিয়েছিলাম - তোমার ধুলো আবরিত চরণ ছুঁয়ে, হে জননী ! আমার। এখানে তারা ফুলের মল পড়াবো, আগ্নেয়গীরির জ্বালমুখ থেকে শান্তির কপোত এনে উড়িয়ে দেবো তোমার আঙ্গীনায়। পৃথিবীর সমস্ত বৃক্ষের সবুজতা নিঙিরিয়ে তোমার জমিনে ছড়িয়ে দেবো, তোমার কিশোরী টিপের আল্পনা এঁকে দেবো সেই জমিনে। তারপর সমুদ্রের নীল জল সেঁচে সুখের আঁকর রোপন করবো তোমার বিসারিত হৃদয়ের চাতালে; জগদ্দল লুটেরারা মুখ লুকাবে অন্ধকারে তোমার শানিত রক্তের উল্লাস ছড়িয়ে পড়বে ক্ষৌণীময়। কিন্ত হায়! ক্রমশঃ ম্রিয়মান - চেতনার ভেতর জমে হতাশার কুৎসিত জঞ্জাল; আবগীত প্রাণে বলতে পারি না আর - জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।