ঢেকিঁ আজীবন ধান ভানতেই এসেছে, তার বুঝি ধান ভানাতেই শান্তি, একটু আয়েশে থাকার ইচ্ছা কি তার কখনোই হয় না? হয়তো বা হয়, কিন্তু সে বোবা বলে কিচু বলতে পারে না। কিন্তু যাদের মুখ আছে, কথা বলতে পারে তাদের মুখ থেকেও মাঝে মাঝে তারা বোবা হয়ে থাকতে হয়। আমরা হলাম মুখওয়ালা বোবা মানুষ। আমাদের মুখ থাকা সত্বেও আমরা কিছু বলতে পারি না বোবা সেজে বসে থাকতে হয় । আমরা অনেকটা ঢেকিঁর মতই, মালিক যেভাবে আমাদের নাচাতে চায় আমরা সেভাবেই নাচি।
এ যেন প্রকৃতির একটা খেয়াল হয়ে দাড়িয়েছে। আমরা জনগন, জনগনই রয়ে গেলাম, কখানো মূল্যধন হতে পারলাম না। তাই দেশে ভাড়াই বাড়ুক বা দেশ বিক্রিই হয়ে যাক আমাদের কোন প্রাধান্য নেই। বেচেঁ আছি কুনোব্যঙ্গের মত। কখনো গুহায় আবার কখনো খোলা স্থানে লোক চক্ষুর ভয়ে।
তাই যে যা বলে সবই সত্য । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।