জগ এটি এক রাজাকারের আইডি কার্ড...ভাল করে দেখুন দাঁড়ি আছে কিনা... বিভিন্ন সময় ধরা পড়া রাজাকারের যে ছবি দেয়া হয় ৭১ সালের,সেখানেও কারো দাঁড়ি ছিলোনা,পাকি স্টাইলের মোচ আর কমান্ডো স্যুট ছিলো...কেও পাঞ্জাবীও পরতো না। বিভিন্ন ডকুমেন্টারীতেও দেখতে পাবেন যে,কোন রাজাকারেরই দাঁড়ি ছিলোনা বা তারা টুপী-পাঞ্জাবীও পরতোনা। তাহলে সিনেমায় রাজাকার দেখানোর সময় কিংবা পোস্টার আঁকার সময় দাড়িটুপী,পাঞ্জাবীওয়ালা রাজাকার কেন বানানো হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।