ভারতের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য পাঠিয়েছেন বলিউডের অভিনেতা হূতিক রোশন। বলিউডের অভিনেতা আমির খান বন্যার্তদের সাহায্যের জন্য যে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন তাতে অর্থসাহায্য হিসেবে ২৫ লাখ ভারতীয় রুপি দান করেছেন হূতিক।
বন্যার্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের প্রক্রিয়া হিসেবে আমির খান নিজে ২৫ লাখ রুপি দিয়ে এ উদ্যোগের সূচনা করেন। উদ্যোগের কথা জানার পরপরই হূতিকের পক্ষ থেকেও সমপরিমাণ অর্থের চেক পাঠানো হয় আমিরের কাছে।
বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন ‘কৃশ’খ্যাত হূতিক।
মহতী এই উদ্যোগের জন্য আমির খানকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর হূতিক দ্রুত সেরে উঠছেন। আজ তাঁর হাসপাতাল ছাড়ার কথা রয়েছে বলেই এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
একজন ভারতীয় ও একজন বিদেশি চিকিত্সকের তত্ত্বাবধানে হিন্দুজা হাসপাতালে ৭ জুলাই রোববার হূতিকের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অ্যানেসথেসিয়া ব্যবহার করে অজ্ঞান করার পর হূতিকের মাথার খুলি ছিদ্র করে জমাট বাঁধা রক্তপিণ্ডটি বের করে আনা হয়েছে।
থাইল্যান্ডের ফুকেটে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন হূতিক রোশন। ওই আঘাতের কারণেই তাঁর মগজ ও খুলির মাঝখানে রক্ত জমাট বেঁধেছিল, যা সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে অপসারণ করা হয়।
অস্ত্রোপচারের পর ৯ জুলাই এক ফেসবুক বার্তায় হূতিক লিখেছিলেন, ‘আমি ঠিক আছি। আপনাদের কী অবস্থা? হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। তবে এ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে বেশ ভালোই কাটছে আমার সময়।
আমার সুস্থতা কামনা করে যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন, তার প্রতিদানে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।