আমাদের কথা খুঁজে নিন

   

বন্যার্তদের জন্য বাংলালিংকের প্রশংসনীয় উদ্যোগ

গভীর কিছু শেখার আছে ....

গতকাল শেষ হলো ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে বাংলালিংক দেশ মিউজিক ফেস্টিভাল-২০০৭। দেশের বন্যা কবলিত মানুষের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং তাদের সাহায্যার্থে এ মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়। মিউজিক ফেস্টিভালে নগরবাউল, এলআরবি, মাইলস, ওয়ারফেইজ সোলস, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, দলছুট, দি ট্র্যাপ, মেটনি মেজ, রাগা, শিরোনামহীন, নেমেসিস, বাংলাদেশ, পেন্টাগন, লালন, ফুয়াদ, তাহসান, অর্ণব ও তার দল, হায়দার হোসেন, মিলন মাহমুদ, রোমা, মিলা, কানিজ, মেহরীন, তমস, স্কেয়ারক্রো এবং ক্লাব ইফের মতো বাংলাদেশের অধিকাংশ জনপ্রিয় সঙ্গীত তারকা এ ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সঙ্গীতের মাধ্যমে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এ মহতী আয়োজনে বাংলালিংকের সঙ্গে যোগ দেয় কনকর্ড গ্রুপ, চ্যানেল আই, রেডিও ফুর্তি, সাস এবং আমাদের গান ডট কম। মিউজিক ফেস্টিভালের প্রবেশ মূল্য রাখা হয় ১৬০ টাকা ও ৫০০ টাকা (ভিআইপি টিকেট)।

সুভেনির কর্নারে দর্শকরা নিজেদের পছন্দমতো মিউজিক ইন্সট্রুমেন্ট কিনতে পেরেছেন। আয়োজকরা জানান, দুদিনব্যাপী এ মিউজিক ফেস্টিভাল থেকে আয়কৃত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। গোটা দেশের এক-তৃতীয়াংশ যখন ভয়াবহ বন্যা কবলিত তখন মিউজিক ফেস্টিভালের মাধ্যমে বন্যার্তদের পাশে দাড়ানোর বাংলালিংকের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিল্পী, তারকা ও অন্যান্য কলাকুশলী মিলে যেভাবে একযোগ এতো বড় একটি আয়োজনকে সার্থক করেছেন তা সত্যিই দৃষ্টান্তমূলক। ভবিষ্যতেও এ রকম মহতী উদ্যোগগুলো চালু থাকবেথÑ এ প্রত্যাশাই রইলো।

ফটো ক্যাপশন : জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পীরা বন্যার্তদের জন্য বাংলালিংক দেশ মিউজিক ফেস্টিভালে একাত্মতা প্রকাশ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.