তোমায় দেখলে, ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আবার জীবন.........................।
বেশকিছুদিন পর ব্লগে ঢুকলাম। সারাদিনের লেখাগুলো চেক করে খুবই আশাহত হলাম। দেশে যে বন্যা হচ্ছে সেটা ব্লগে বোঝার উপায় নেই। নোটিশবোড আছে তাঁর নোটিশ নিয়ে, দেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর সময় কোথায় তাঁদের? ঠিক যেন টাইটানিকের শেষ সময়ের মত।
আমি নিশ্চিত, গত কয়দিনে কেউ না কেউ বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছে। না হলেও, নোটিশবোড স্বতঃপ্রনোদিত হয়ে কি একটা আহ্বান জানাতে পারতো না?
ভেলরির দুঃসময়ে আমরা পাশে দাঁড়িয়েছি, চট্টগ্রামের দুযোগে আমরা চেষ্টা করেছি কিছু করতে, এখন সমস্যা আমাদের সকলের, সারা দেশবাশীর। এই দুযোগ সমবেতভাবেই মোকাবেলা করতে হবে। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা, দেশের এই দুঃসময়ে আমরা কি কিছুই করতে পারবো না?
আসুন সবাই মিলে একটা ফান্ড তৈরি করি, যেটা দিয়ে সবাইকে না হোক, কিছু লোককে সাহায্য করতে পারবো, সময়ের প্রয়োজনে এটাই হতে পারে তাঁদের জন্য জীবন বাঁচানোর একমাত্র সম্বল।
বি.দ্র. ছবিটি যুগান্তর থেকে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।