এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী অ্যাপল জিনিয়াস স্টিভ জবস ৫ অক্টোবর মারা গেছেন। জবস দীর্ঘদিন অগ্ন্যাশয়ের জটিল ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ইলেকট্রনিক বর্জ্য ফেলার সেই জায়গাটি থেকে নিজের হাতের আধখাওয়া আপেল থেকে নিজের স্বপ্নকে সত্যি করেন মহাকালের এই সফল ব্যক্তিত্ত্ব স্টিভ জবস। অ্যাপলের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আগামী ১৬-ই ডিসেম্বর শুভ উদ্ভোদন হতে যাচ্ছে শীঘ্রই বাংলাদেশে আসছে Global IT Limited -এর । এবার আসি আসল কথায়- কিন্তু আশ্চর্যের বিষয় ইতিমধ্যেই Global IT Limited এর কপি পেস্ট শুরু হয়ে গেছে। কপি-পেস্ট কারীর নাম Enamul Hoque (Enam) ফেসবুক অনুযায়ী জনাব এনামুল হক এনামের কিছু তথ্য নিচে তুলে ধরা হলোঃ জনাব এনামুল হক Global IT Ltd-এর স্ট্যাটাস কপি করেছেন+ Global IT Ltd-এর ব্যানার ফটোশপ দিয়ে কারুকাজ করে Glory IT নামে চালিয়েছেন। নিচে তার নমুনা দেখুনঃ Global IT Ltd-এর স্ট্যাটাসঃ এবার জনাব এনামুল হক সাহেবের নমুনা দেখেনঃ অবশেষে Global IT Ltd.-এর ফেসবুক ফ্যান পেজে উনার Global IT Ltd.-এ জয়ন করা প্রসঙ্গে উনার মন্তব্য সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।