আমাদের কথা খুঁজে নিন

   

বাইকে ফ্রি সার্ভিস দিলাম।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আজ বাইকে করে অফিসে আসার পথে আমি খিলক্ষেত থামি মানে চা বিরতি দেই। চা বিরতির পরে আমি যখন আবার রওনা করি তখন এক লোক (বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে) আমাকে বলে যে আমি কতদূর যাব। আমি তখন বলি আমি বনানী পর্যন্ত যাবো। তখন তিনি বলেন আমি কি তাকে লিফট দিতে পারবো কিনা।

আমি মজা করে জানতে চাই যে তিনি খুব বিপদে পরেছেন কিনা। কারণ আমিও তখন দেখতে পাই খিলক্ষেত এ অনেক করে দাঁড়িয়ে আছে বাসের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে। তখন আমি তাকে লিফট দিতে রাজি হই এবং আমার বাইকে করে বনানী নিয়ে আসি। কিন্তু বনানী আসার পরে তার আচরণ দেখে মনে হল আমরা যত পাই ঠিক ততই চাই। ওনার মনোভাব এমন ছিল যেন আমি আমার অফিসে না গিয়ে তাকে তার গন্তব্য স্থলে পৌঁছে দিয়ে আসি।

আমি নিরুপায় ছিলাম। আমার অফিসে থাকার কারণে আমি তাকে বলি যে আমি আমার অফিসের কাছে চলে এসেছি এবং আমাকে অফিসে যেতে হবে। তিনি হতাশ হয়ে আমার বাইক হতে নামেন এবং আমি সোজা আমার অফিসে চলে আসে। তাকে সাহায্য করে আমার ভাল লাগলেও তার এহেন আচরণ আমার কাছে ভাল লাগেনি, এমনকি তিনি ভদ্রতাসূচক ভাবে ধন্যবাদও বলেননি। অফিসে আসার পরে একা একা কিছুক্ষণ খুব হাসলাম আর ভাবলাম এমন ফ্রি সার্ভিস পেলে যা হয় আর কি।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.