জেলার নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে সকাল টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল করে দলটি।
সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান বলেন, শহরের ইটাগাছা ফাঁড়ির হাবিলদার মোটরসাইকেল নিয়ে বাঁকাল মোড়ে যান। সেখানে রাস্তার পাশে বাইকটি রেখে কিছুদূর যাওয়ার পরই পিকেটাররা তাতে আগুন দেয়।
কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে শহরের অদূরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এবং খুলনা-সড়কের বিনেরপোতা এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে শিবিরকর্মীরা পিকিটিং করেন।
এক পর্যায়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপরই পুলিশের মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।