নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। ভালোবাসি তাই, ভালোবেসে যাই ------------------নাদিম. হৃদয় জুড়ে স্বপ্ন খুঁড়ে চলছে আমার গাড়ি, তুমিও এসো, হাতটি ধরো জল স্বপ্ন গড়ি। তুমিও কিগো আজ বিকালে আসবে আমার বাড়ি? আমি তোমার চোখে স্বপ্ন হয়ে নীল জোছনা কাড়ি। দেখবো না হয় তোমায় সখি সব উপমা দিয়ে, তুমি লাল পাড়ের ওই জামদানীতে আসবে পরী হয়ে। স্বপ্ন শুধু তোমার আমার স্বপ্ন খুঁড়ে বাঁচি, আজ এতো টি দিন তোমায় ভেবে সত্তি বেঁচে আছি ! আমার চোখের এক পলকে পালিয়ে গেছিস দূর, সখি, তোর তরে আজ গান করে যাই নেই উপমা, সুর। জানি তোমার চোখে আর হবো না স্বপ্ন ছোঁয়া সুর, তুমি চলেই গেছো দূর আকাশে দূরে অনেক দূর। তুমি চলেই গেছো দূর আকাশে ..................দূরে অনেক দূর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।