আমাদের কথা খুঁজে নিন

   

একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার

আজকাল অনেক কিছু নিয়েই কনফিউজড হয়ে যাচ্ছি......কেউ কেউ দেখি ২১শে ফেব্রুয়ারির দিন "শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" লিখে স্ট্যাটাস দেয়। যেদিন কিনা আমাদের শোক পালন করার কথা...... আর যাই হোক "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"...শোক পালন করার জন্যই ঐদিন আমাদের দেশে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় ...."শুভ" অথবা "হ্যাপি" শব্দদ্বয় ঐ দিনের সাথে যায়না (আমি কাউকে দোষ দিচ্ছিনা...ভুল হতেই পারে...কিন্তু অবাক হয়ে যাই যখন দেখি অনেক নেতৃস্থানীয় পত্র পত্রিকার ফ্যাশন পাতাতেই একুশে ফেব্রুয়ারির দিন কি পরব কি খাব তাই নিয়ে ফিচার দেয়)..আবার এখন দেখছি স্বাধীনতা দিবস এর দিন প্রোফাইল পিক কালো করে শোক প্রকাশ করা হচ্ছে। আজকে বাংলাদেশের জন্মদিন। জন্মদিন শোক পালনের দিন না......এদিন কোন রাষ্ট্রীয় শোক দিবস না...২৫শে মার্চ এর জন্যে আমরা শোকাহত। সেদিন আমাদের শোক পালন করা অবশ্যই যৌক্তিক। কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করেই আজকের স্বাধীনতা । শোক নিয়েই যদি বসে থাকত ৭১ এ সবাই তাহলে দেশ স্বাধীন হতনা কখনোই। স্বাধীনতা দিবসে প্রোফাইল পিক কালো করার মানে বুঝতে কষ্ট হচ্ছে খুব......তাই এই কয়েক লাইন...... (আমি খুব বেশি ভেবে কথা গুলো বলিনি...ভুল হতেই পারে...ভুল যদি হয় তাহলে তা শুদ্ধ করতে পারলে সবচেয়ে খুশি মনে হয় আমিই হব) কপিকৃত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.