সুখবর! সুখবর! সুখবর! ফরতম আলু, তার বদলে দেয়া ছবিগুলো দিয়ে ফরদরশনী করতে আছে ১৫ তারিখে। এই ফরদরশনীতে শ্রেষ্ঠ ছবির পুরষ্কার পাইবো সেই ছবিটা। কোন ছবিটা? সেই যে, দিন কে রাতে বদলে দেয়া ছবিটা! পূর্ব কে পশ্চিমে বদলে দেয়া ছবিটা! যে ছবি দিয়ে সংসদে প্রধানমন্ত্রি ও সরাষ্ট্রমন্ত্রি তাঁদের লজ্জা ঢেকেছিলেন! হ্যাঁ, আমি বলছি বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিনের বিগত ৬ জুলাই হরতালের সময় সংসদ ভবন এলাকায় বাসে ঢিল মারার ছবিটার কথা। কি বল্লেন? ওটা ঢিল ছিল না? ওট মোবাইল ছিল? কি বল্লেন, তিনি হাত উঁচু করে পুলিশের হাত থেকে বাঁচতে চাইছিলেন? কিন্তু ছবিটা এবং তার ক্যাপশনটা তো তা বলেনা? এখানে ক্লিক করুন এই ছবিটা তো পুরো ঘটনাটাই আমূল বদলে দিয়েছে! এই জন্যই তো বলছি, ফরতম আলুর তাবৎ বদলাই দেওন ছবির মধ্যে এইটাই সেরা। আপনি কি বলেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।