আমার মত আরো যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ভক্ত আছেন সবার জন্যে সুখবর..... আর ১৬মাস অপেক্ষা করুন কারণ এর চতুর্থ পর্বের ঘোষণা হয়ে গিয়েছে সব ঠিক থাকলে আগামী বছর মে মাসে রিলিজ পাবে "Pirates of the Caribbean: On Stranger Tides"
এবারের কাহিনী আবর্তিত হবে "আইল্যান্ড অফ ইয়ুথ" খোঁজার মধ্য দিয়ে৷ জ্যাক স্প্যারো নাকি বারবোসা কে আগে খুঁজে পায় সেটা নিয়েই এই সিনেমাটি। অভিনয়ে জ্যাক চরিত্রে তিনি থাকছেন যাকে ছাড়া জ্যাক চরিত্রটি অসম্পূর্ণ , জনি ডেপ৷
আগের তিনটি পর্বের মত এবারও বারবোসা চরিত্রে থাকছেন জিওফ্রে রাশ, তবে বিদায় নিচ্ছেন ২ জন মূল অভিনেতা: কেইরা নাইটলি এবং অরল্যান্ডো ব্লুম। ছবিটি পরিচালনাতেও থাকছেন না ট্রিলজি'টির পরিচালক গোর ভারবিনস্কি, তার বদলে এবার আসছেন "নাইন" এর পরিচালক রব মার্শাল
সাউন্ডট্রাক কিংবা মুভিটার ট্রেইলার পেলাম না, যা আছে অফিসিয়াল না......ফ্যানদের বানানো সিনেমাটার বেশী কিছু মনে হয়নি এখনো রিলিজ পায়নি...যা পেলাম তাই শেয়ার করি:
টিজার ট্রেইলার:
টিজার ট্রেইলার ডাউনলোড লিংক: Download Link
সাউন্ডট্রাক:
নিউজটা বোধহয় অনেক পুরাতন তবে আজ ইয়াহু'র হোমপেজে নিউজটা দেখে শেয়ার করলাম আবার৷ কমন পড়লে মার্জনীয়৷
ফেসবুকে ফ্যান পেজ খুলেছি একটা এই সিনেমাটা নিয়ে৷ রেগুলার আপডেট হবে পেজটা সবরকম ট্রেইলার ও ওয়ালপেপার নিয়ে আশাকরি৷ আপনারা চাইলে যোগ দিতে পারেন:
"ফ্যান ক্লাব: পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান- অন স্ট্রেঞ্জার টাইডস"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।