আমাদের কথা খুঁজে নিন

   

সুখবর! সুখবর! সুখবর! (আপনার জন্য নাও হতে পারে...অতএব বুঝে-শুনে পোস্টে ঢুকেন)

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

সুখবর! সুখবর! সুখবর! সুখবর! সুখবর! সুখবর! সুখবর! সুখবর! সুখবর! দু:খিত, এই খবরটি আপনার জন্য হয়তো নয়। বরং এই সুখবর চট্টগ্রামবাসী ৩০০ জন প্রতিবন্ধী ভিক্ষুকদের জন্য। বিবিসি প্রদত্ত খবর অনুযায়ী বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন তিন মাস এই সকল সৌভাগ্যবান ভিক্ষুকেরা দৈনিক দুই আমেরিকান ডলার (১.২০ পাউণ্ড) পাবেন - এমনটাই বলেছেন মেয়র মঞ্জুর আলম (বি.বি.সিতে তাঁর নাম লিখেছে Mansur Alam)।

জনাব মঞ্জুরের একটাই শর্ত - বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন তিন মাস এই ভিক্ষুকেরা বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, দেশের ১৬ কোটি মানুষের সম্মান রক্ষার্থে চট্টগ্রামের রাস্তায় ভিক্ষা করবেনা। মেয়রের এহেন উদ্যোগকে সাধুবাদ জানানোর আগে 'জাতির বিবেকের কাছে' কিছু প্রশ্ন: প্রশ্ন নং ১: বি.বি.সি-এর তথ্য মতে সমগ্র দেশে প্রায় ৭০০,০০০ ভিক্ষুক আছে। চট্টগ্রাম শহরে উক্ত অঙ্কের একটা বড় অংশ ভিক্ষাবৃত্তির সাথে হয়তো জড়িত। তাহলে কোন জরিপ এবং যুক্তির ভিত্তিতে তিনি উপরিউক্ত ৩০০ জনকে নির্ধারণ করলেন? বাকীরা কি দোষ করলো? নাকি ওই ৩০০ জন ছাড়া আর প্রতিবন্ধী ভিক্ষুক খুঁজে পাওয়া যায় নাই? প্রশ্ন নং ২: এই ৩০০ জন সৌভাগ্যবান ভিক্ষুক বাদে বাকী যদি আরও কম করে ধরলে ৩০০ জন ভিক্ষুকও বিশ্বকাপ চলাকালে চট্টগ্রামে ভিক্ষাবৃত্তি চালান, তাহলে তারা কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না? প্রশ্ন নং ৩: শীর্ষ নিউজ ডট কম অনুযায়ী, "মেয়র মনজুর আলম বলেন, আমরা এক সময় গরীব দেশ ছিলাম। বর্তমানে ধীরে ধীরে ধনী দেশে পরিণত হতে যাচ্ছি।

" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুখ থুবড়ে পড়া অর্থনীতি, ভারতীয় বিশাল ঋণের টাকা এবং সম্প্রতি সরকার কর্তৃক 'আড়িয়ল বিল' -এ আধুনিক বিমানবন্দর নির্মাণের কথা শুনে মেয়র কি সমগ্র দেশকে ধনী ভাবতে শুরু করেছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.