আমাদের কথা খুঁজে নিন

   

পরমাণু বোমা চাই না আমি পেটের জ্বালা মেটা

পরমাণু বোমা চাই না আমি পেটের জ্বালা মেটা শুনলাম ভেটো ক্ষমতা চাস, কি আবার সেটা? ওতে কি ভরবে পেট, মিলবে লজ্জা নিবারণী বস্ত্র? তাই যদি না হয়, তবে কি হবে দিয়ে কাড়ি কাড়ি অস্ত্র? সময় থাকতে কথা শোন্‌ প্রণব চিদাম্বরম মনমোহন সিং নইলে হারাবি ক্ষমতা প্রতাপ- থাকবে না আর জয় হিন্দ পরমাণু বোমা পকেটস্থ হয়েছে এক যুগেরও বেশি সময় আগে। এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ হওয়ার পালা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর ওপর 'দাদা'সুলভ আচরণ চলছে বহুদিন ধরে। কিন্তু এই ভারতেরই শতকরা ৭০ ভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে। ঋণের জালে জর্জরিত হয়ে প্রতি বছর শত শত কৃষক করে আত্মহত্যা।

আর আজকের খবর- এক দম্পতি অভাবের তাড়নায় নিজেদের সন্তান ফেলে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। Click This Link ভারতীয় নেতাদের উপলব্ধি করা উচিত, অন্যের ওপর খবরদারি করার জন্য পরমাণু বোমার ভান্ডার বৃদ্ধি আর এফ-১৬ জঙ্গীবিমান কেনার আগে নিজ দেশের জনগণের মুখে অন্ন তুলে দিতে হবে। বিএসএফ দিয়ে বাংলাদেশি নাগরিকদের হত্যা করার আগে নিজ দেশের কৃষকের ঋণ শোধের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সমূদ্রসীমা কিংবা তালপট্টি দখলের আগে কন্যা দায়গ্রস্ত পিতাদের দায়মুক্তির ব্যবস্থা করতে হবে। এসব করা না হলে হতভাগ্য এসব মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে ক্ষমতা ও দম্ভের সোপানগুলো।

রয়ে যাবে শুধু গ্লানি, বঞ্চণা আর অনুতাপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।