সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া । ধুঁকছি,মেঘাচ্ছন্ন সকাল,দৃষ্টি ধূসর জ্বলন্ত সিগারেটের ধোঁয়া আচ্ছন্ন,ক্লান্ত অবসাদ প্রচ্ছদে আঁকা জীবন, অস্পষ্ট,বিষন্ন নিরুত্তাপ চায়ের টেবিল,সাদা পেয়ালা সিঁড়ি ডিঙ্গিয়ে উরধগমন,অবলোকন সিক্ত মৃত্তিকায়,নিষদ্ধ গন্ধ,শত শত জন্ম বালু তীরে পায়ের ছাপ,অচেনা পথ কুড়িঁয়ে পাওয়া ফসিলের অনুসন্ধিৎসু প্রশ্ন পাখির ডাক,শুক্রানুর আত্নচিৎকার,নৈঃশব্দ মাকড়সার জাল,রক্তের অনুচক্রিকা,শিকল শেওলা ভরা জল,ফুলের কুড়িঁ,বন্ধন বিচ্ছিন্ন তারারাজি,একাকি চাঁদ, প্রজাপতির মৃত্যু ফাদঁ চোরাবালিতে বিধেঁ থাকা পায়ে বেচেঁ থাকার অন্তিম স্বাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।