আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার চোরাবালি

মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে স্বপ্ন ভঙ্গের আচ্ছন্নতায় দেশ আজ লুকিয়েছে মুখ রাজনীতির আঁচলে । । তারুণ্য হেঁটে চলেছে ......... ঘুমন্ত নগরীর বিভ্রান্ত কোন রাজপথে ...। । জাতির মেরুদণ্ড হিমশিম বাজার দরে জাগরিত জাতি নির্বাক কথোপকথনের পর্দায় ... বুদ্ধিজীবীরা যে সজাগ বুদ্ধি বেচার খেলায় .........।

। নারী অধিকারে সরব নারী নিষ্পেষিত হয় লোলুপ দৃষ্টিতে ...... ভালোবাসায় নিরুদ্দেশ শত শত আশালতা ঠাই পায় কোন ব্রিজের গোরায় জীবিকার খোঁজে ফেলানি ঝুলছে সীমানায় .........। । যেন কাঁটাতারে বাঁধা ছিন্নভিন্ন রক্তিম পতাকা ......। ।

যার ছিলো না কোন সন্মান .........। । নেই কোন পাক হানাদার বন্দী সব রাজাকার আছে শুধু চারিদিকে মানবতার হাহাকার ...। একাত্তুরে গর্জে ওঠা যৌবন বৃদ্ধাশ্রমের জানালায় স্বপ্ন দেখায় বাঙালি যেন অপরাধের কাঠগড়ায় এ গল্প আমার নয় , হয়তো তোমার নয় স্বাধীনতার চোরাবালিতে আটকে থাকা সোনার বাংলার যার আকাশে উড়ছে শকুন........সোনার খনির প্রত্যাশায় ........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.