আমাদের কথা খুঁজে নিন

   

কুলাঙ্গার ফাকিস্তানি জেনারেল খাদিম হোসেন রাজা আর পঁচিশে মার্চ শহীদের সংখ্যা ১০ !

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ৭১রে অপারেশন সার্চ লাইটের দায়িত্বে থাকা কুলাঙ্গার মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজার একটা বই লিখেছেন A stranger in my own country, East Pakistan, 1969-1971 বইটা থেকে খানিকটা তুলে ধরব, '‘২৬ মার্চের সকাল বেলা থেকে খবর আসা শুরু করল। ঢাকায় অপারেশন ভালোমতোই সমাধা হয়েছে। পিলখানার পূর্ব পাকিস্তান রাইফেলস ও রাজারবাগের পুলিশের রিজার্ভ বাহিনীসহ উভয় দিকে ১০ জনের হতাহতের মধ্যে দিয়ে নিরস্ত্র করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো থেকে যথেষ্ট বাধা এসেছিল, ছাত্ররা রাইফেল ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ফলে হতাহতের সংখ্যা কমানোর জন্য সেনাবাহিনী রিকয়েললেস রাইফেল এবং পিটি ৭৬ বাহিনী ট্যাংকের সাহায্য নেয়। এভাবে ঢাকা শহরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং সকাল হতেই শহরে শান্তি ফিরে আসে।’' কি মিথ্যাচার !!! পঁচিশে মার্চ মোটের ওপর ১০ জন মানুষ মারা যান !!! আসলে এই ধরনের বই গুলো পড়লে বোঝা যায়, জামাত-শিবির বাঁশের কেল্লা এত মিথ্যাচার কিভাবে করে, জিনিসটা তো এদের রক্তে ...... void(1);

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।