আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা ।
কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম এর উপরে। আমার মূল বক্তব্য ছিল যে বাসার সামনে খোলা জায়গায় শিশু কিশোরদের সামনে গরু জবাই না করে, কোরবানী ঈদ উপলক্ষ্যে এলাকাভিত্তিক কোরবানীর জায়গা নির্ধারণ করে সেখানে পশু কোরবানী করা যায় কিনা ! আমাদের দেশের প্রেক্ষাপটে আমার এ ধারণা বা প্রস্তাব প্রচলিত ধারণার বিপরীত ।
যাই হোক, আমার এ লেখার পিছনে ২ টা ঘটনা আমাকে এব্যাপারে চিন্তা করতে উদবুদ্ধ করল।
ঘটনা ১ঃ কয়েকবছর আগে সিরাজগঞ্জে একজন ব্যক্তি স্বপ্নে দেখে তার ছেলেকে কোরবানী করে। সে সম্ভবত নবী এবং তার মাঝের পার্থক্য ভুলে গিয়েছিল বা বুঝতে পারেনি। যাই হোক, এর পর তাকে পুলিশ ধরে।
ঘটনাটার লিংক দেয়া এতদিন পরে আমার পক্ষে সম্ভব ছিল না।
খুব সম্ভব এই লোকটা স্কিজোফ্রেনিয়া থেকে ভুগছিল।
ঘটনা ২ ঃ এবারের ঈদের ও সবাই যখন গরুর মাংস মজা করে খাচ্ছে, তখনি ১৭ বছরের এক তরুণ গরু জবাই এর দৃশ্য সহ্য করতে না পেরে মারা গেছে। লিংক নিচে ঃ
Click This Link
আমার আগের লেখা টা ঃ
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।