এটি কোন বিতরক ছড়ানোর জন্য না.. কেবলি নিজস্ব ভাবনা....
কোরবানী ঈদ আসছে...কোরবানী হবে লাখো গরু ছাগল..আমাদের মত গরীব দেশে এই পশু হত্যার কি খুব প্রয়োজন? আমাদের পশু সম্পদ এতো বেশী না..আমদানি বা চোরাচালানের মাধ্যমে আসে..ঈদ এলে বেড়ে যায় ফৃজ কেনা...প্রতিযোগিতার মাঝে কোরবানীর পর নামে মাত্্র গরিবদের মাংস বিতরন শেষে বিশাল অংশ ঢোকে ফৃজ (ব্যতিক্রম যে নাই তা না..খুবি অল্প)...
তার চে যদি ধনী রা কোরবানীর পশু দান করতেন গরিব চাষী বা মজুর কে... যা দিয়ে সে হাল চাষ না অন্য কোন উপা্রজন করবে.. কিংবা সি্নডিকেটেড দানে গরে উঠবে কোন কারখানা, যেখানে জিবন গড়বে কিছু শ্রমিক... খুব কি ইসলাম বিরোধি বা অসম্ভব কিছু?
কিন্ত্উ নিয়ত থাকবে কোরবানীর....আল্লাহ তা'লা তো বলেছেন যে কোরবানীর রক্ত মাংস তার কাছে যায় না, যায় শুধু ইচছা....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।