আমাদের কথা খুঁজে নিন

   

আসছে কোরবানী...!

ধুর গত বছর কোরবানীর ঈদের কথা মনে আছে? প্রিয় সামুর পেইজ দেখার উপায় ছিল না। সবাই কেমন যেন হঠাৎ করে "গরু-ছাগল" প্রেমী হয়ে পড়ল। যতবার "পরের পাতা" ক্লিক করি, এই রকম পোষ্ট। মূলত পোষ্ট গুলি ছিল একটা মূল থিমের উপরে। 'উৎসবের জন্য পশু জবাই করা নির্মম' টাইপের একটা থিমের উপরে ছিল।

গত বছর ঐ ধরণের পোষ্ট গুলিতে খুব একটা ঢুকিওনাই, আর জবাব তো অনেক পরের বিষয়। হয়তোবা এই বছরও ঐ ধরণের পোষ্ট দেখব আবার। আমি ভেবেছিলাম যে ঐ ধরণের লোক গুলি হয়ত আসলেই পশুপ্রেমী। এবং পশুপ্রেমী হলে আমার কোন আপত্তি ছিলনা। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে ২৫ ডিসেম্বর (বড়-দিন) এ তাদের ঐ ধরণের 'উৎসবের জন্য পশু জবাই করা নির্মম' টাইপের থিমের উপরে কোন পোষ্ট দেখলাম না।

হয়ত ঐ ভাই-সকল জানেনই না যে বড়-দিনের অনুষ্ঠানের জন্য কোরবানীর থেকে কয়েকগুন বেশী পশুজবাই করা হয়। দেখাযাক! কি ঘটে এইবার কোরবানীতে। হয়ত "গরু-ছাগল" প্রেমী ভাই-বোনেদের দেখা আবার পাব। অপেক্ষায় থাকলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.