আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানীর ঈদ ও কে হবে কোরবানী



ঈদুল আয্হা বা কোরবানীর ঈদ হচ্ছে ইসলামের একটি বড় ঈদ এতে কোন সন্দেহ নেই। কিন্তু যেভাবে এই ঈদকে পালন করা উচিৎ আসলেই কি আমরা সে ভাবে পালন করছি কি-না তা আমাদের খতিয়ে দেখা উচিৎ। কেননা হাদীসে এসেছে যে, প্রতি সেই দিনই ঈদের দিন যে দিন কোন গুনাহ্ আঞ্জাম হবেনা। কিন্তু আমাদের বেশির ভাগ হারাম, অপচয় ও দুনিয়াদারীতে ব্যস্ত থেকে এই দিনটাকে পালন করে থাকি। যদি কোরমা পোলাও ও সেমাই খাওয়াই ঈদ হয় তাহলে বলতে হয় পোলাওয়ের দোকানে ও বড় বড় হটেলে প্রতিদিনই ঈদ হয়।

আর যদি বলা হয় গরু, ছাগল ও উঁট জবাই করার নাম ঈদ তাহলে প্রত্যেক কসাই এ কাজ করে থাকে। এ হিসেবে আসল ঈদ কসাই ভাইদের আর তাও প্রতিদিন। যদি এসব কথা মেনে না নেয়া যায় তাহলে ঈদুল আযহার আসল দর্শণ ও উদ্দেশ্য আমাদের জানতে হবে। হযরত ইব্রাহীম (আ.) ছোট শিশুকে এক মরুভূমিতে মায়ের সাথে একা ছেড়ে এসিছিলেন যেখানে কোন প্রাণী বা গাছের ছায়া পর্যন্ত ছিলনা। তা সবকিছু জেনে এমন কাজ খোদার জন্য করাই ছিল আর তা হচ্ছে বড় আত্মত্যাগ বা কোরবানী।

স্ত্রীর কোরবানী ছোট শিশুর কোরবানী ঘড় থেকে দূরে রাখার কোরবানী। এখানেই শেষ নয় বরং ছেলের গলাতে ছোরা রেখে খোদার নৈকট্য হাসিল করার কোরবানী। আর এসব ঘটনাকে কেয়ামত পর্যন্ত মনে রাখার উদ্দেশ্যে আমরা তার অনুকরণ ও অনুসরণ করে হযরত ইব্রাহীম (আ.) ও তাঁর কোরবানীকে জীবন বা প্রাণবন্ত করে সজীব রাখার দায়িত্ব আমাদের ঘাড়ে তুলে নিয়েছি। অবশ্য অনেকে লোক দেখানো বা গর্ব করার খাতিরে ভুরি ভুরি টাকা খরচ করে বড় বড় জানোয়ার কোরবানী দিয়ে থাকেন হয়তো মনে করেন সবাই আহাম্মক আসলে নিজেই যে কি তা বুঝে উঠতে পারেন না। যদি সারা বছর এসব বিত্তবান লোকদের বলা হয় ৫ টাকা কোন গরীবকে বা আত্মীয়কে দান কর।

এরা করবে না। কিন্ত এই কোরবানীর দিনে ৫০,০০০ টাকা বা তার বেশি হলেও খরচ করে জানোয়ার কোরবানী দেন এবং যার বেশির ভাগ বিলিয়ে দিতে হয় কিন্ত এই কিছু আহম্মক লোকেরা কিন্তু বুঝতেই পারেন না যে আসলে নিজেই টাকার দিক দিয়ে, সময়ের দিক থেকে , কস্টের দিক থেকে কোরবানী হয়ে যাচ্ছেন। অবশ্য কখনও কখনও গরীবদের বেচে থাকার জন্য এসব লোকদের কোরবানী হবারও প্রয়োজন আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।