আমাদের কথা খুঁজে নিন

   

সবার জন্য এই ঈদে একটা উপকারী পোষ্ট রাইট প্রটেকশন দূর করুন-পেনড্রাইভ/ মেমরি কার্ড থেকে

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) ঈদ মোবারক সব ব্লগার বন্দুদের- ইদানিং আমাদের পেন ড্রাইভ ও মেমোরি কার্ড ভাইরাসের কারণে রাইট প্রোটেক্ট হয়ে যায়। যার ফলে আমরা পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে কোনো ফাইল লোড করতে পারি না। আসুন দেখি কিভাবে আপনার পেনড্রাইভ থেকে রাইট প্রোটেকশন দূর করবেন। প্রথমে স্টার্ট-এ গিয়ে রান-এ ক্লিক করুন। এরপর regedit লিখে দিয়ে এন্টার চাপুন, তখন registry editor ওপেন হবে।

এবার অনুসরণ করুনঃ HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies যদি আপনার `registry editor'তে StorageDevicePolicies না থাকে, তাহলে নিচের লিঙ্ক থেকে Bat ফাইল ডাউনলোড করে নিতে পারেন bat ফাইল এইখান থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। এবার রান-এ গিয়ে দেখুন StorageDevicePolicies এসেছে। তারপর Write protect এর উপর ডাবল ক্লিক করুন। এবার ভেলো ডাটাতে 0 লিখে দিয়ে ok করুন।

কম্পিউটার রিস্টার্ট করুন। এবং আপনার পেন ড্রাইভ পুনরায় কম্পিউটারে সংযুক্ত করুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.