টিভি দেখার তেমন আগ্রহ আমার কোন কালেই ছিল না। আর দেশি চ্যানেলতো আরো বেশি বিরক্তিকর। ঈদ বলে কয়েকবার টিভি সেটের সামনে গিয়ে বসলাম। ঈদ হলেই যেন হাসির নাটক বানাতে হবে পরিচালকদের। দর্শকদের সুড়সুড়ি দেবার চেষ্টায় নেমেছে নাটক পরিচালকরা।
একমাত্র হুমায়ূন আহমেদ ছাড়া বাকি সব পরিচালকদের নাটকের গল্পগুলি এতই নিম্নমানের যে তা দেখে আশ্চর্য হলাম। কোন ছাগলরা এসব লিখে আল্লাই জানে।
আর মজার ব্যাপার হল সব চ্যানেলে দেখি সজল নামক হাফ লেডিসটায় আছে!
ওরে ছাড়া কোন নাটক এই নেই। ওর মত বাজে অভিনেতা আমি দেখিনি। বিরক্তির চরমে চলে গিয়েছি ওর অঙ্গভঙ্গি দেখে মনে পড়ছে আমাদের বাংলা সিনেমায় আরেক হাফ লেডিস শাকিব খানের কথা।
অভিনয় ছাড়াও সব ক্ষেত্রে বাথ্য একটা লোক।
কিন্তু দেশে আর ভাল কোন নায়ক না থাকার মিথ্যে অজুহাতে টিভি পদার্য় আবালটার নর্তন কুদন দেখতে হরচ্ছ আম জণতাকে।
আমার মনে হয় আমাদের বিনোদন জগতের মান খুবেই নিচে নেমে গিয়েছে।
আপনাদের কি অবস্থা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।