আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধেয়(?) জাফর স্যারের মত- আমিও কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব?

১,যে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধারা বিনা চিকিৎসায় মারা যায়,খেতে না পেয়ে বৃদ্ধ বয়সেও রিকশা চালাতে হয়,আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ২,জাতির মস্তিষ্ক(তাদের নিজস্ব উপলবদ্ধি) খ্যাত মানুষগুলো বাংলীপনা,বাংগালীত্ব এগুলো নিয়ে কথা বলতে বলতে মুখের ফেনা বের করে ফেলে আর পার্টিতে হিন্দী গান “ইশক দি গাল্লি ভিচ নো এন্ট্রি” সাথে নৃত্য করে, আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ৩,যে জাতির জাতি গঠনের কারিগর শিক্ষকদের হাতেও ছাত্রীরা ধর্ষিত হয়,আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ৪,জাতির বিবেক ( নিজেদের দাবি) নামে আখ্যায়িত মানুষগুলোর ছেলে- মেয়েরা উচ্ছন্নে গেছে বলে পুরো জাতিকে বেহায়াপনা শেখানোর ছবক দেয়,আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ৫,যে জাতির ভবিষ্যৎ, তরুন প্রজন্ম সীসায় আসক্ত, আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ৬,শ্রদ্ধার নামে সৌধ পূজা,আর্ট ও কালচারের নামে নতুন আংগিকে মূর্তিপূজা,বৈশাখ এলে নতুন রংগে প্রকৃতিপূজার মত আইয়ামে জাহিলিয়্যার পুনরাবৃত্তি হয়,আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ৭,৮৬%মুসলিমের যে দেশে নবী (সঃ) কে নিয়ে কটুক্তি শুনেও পাথর সম আচরন করা হয়, হয়,আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? ৮,যে জাতির রাষ্ট্রপতি অপরাধীদের ক্ষমা করে দিয়ে ন্যায়বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়,আমি কেমন করে এ জাতি নিয়ে স্বপ্ন দেখব? আমার খুব স্বপ্ন দেখতে ইচ্ছা করছে, কিন্তু আমি সত্যিই খুব হতাশ।আপনি আমাকে প্রশ্ন করতে পারেন “আপনার স্বপ্ন দেখার দরকার কি”? শ্রদ্ধেয়(?)জাফর স্যার যে কারনে স্বপ্ন দেখেন আমিও সে কারনে স্বপ্ন দেখি...... মূল রচনা এইখানে............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.