আমাদের কথা খুঁজে নিন

   

দিলাম কুরবানী

পেকে পাকা পেপে নিজের হাতে জবাই করলাম গরু। রক্তে ভেসে গেল আমার শরীর ও রাস্তা। ঘুমের জন্য নামাজ পাইনি। খুতবা আর দোয়া করে বাড়ি ফিরলাম। তারপর নিজ হাতে ছুরি নিয়ে গরু শোয়ানো ও শক্ত করে বাধার দিক নির্দেশনা দিলাম।

অবশেষে ছুরি যখন গরুর গলার উপর নিলাম মুহুর্তের জন্য খারাপ লাগল। মায়া লাগল এই বিশাল প্রানিটির জন্য। কিহবে এই মায়া দিয়ে। মৃত্যুর হাত থেকে কোন জীবকেই তো রক্ষা করতে পারবনা আমি। সুতরাং বিসর্জন দিলাম এই মায়া মমতা বিশ্ব বিধাতার জন্য।

উতসর্গ করলাম এই প্রনিটি মহান আল্লাহর দরবারে। আল্লাহু আকবার.....। রক্ত আর রক্ত.... মহান আল্লাহ রাব্বুল আলামীন সকল প্রানির উপর শান্তি বর্ষিত করুক। পাশের গরুটি আমাকে জবেহ দিতে বললে আমি কিছুটা অপরাগতা প্রকাশ করতেই একজন মাওলানা দেখতে পেয়ে তাকে ডাকলাম জবেহ করার জন্য। নিজেরটা ছাড়া অন্য গরু কোরবানী করতে চাইনা।

কারন আমি মাওলানা নই। ক্লিন সেভ করা এক যুবক। কত প্রানি জবেহ হবে আজকে। চর্তুদিকে শুধু রক্ত । সব বিধাতার জন্য।

আল্লাহ সকলের কুরবানি কবুল করুক। মনটা একটু খারাপ। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।