আমি সাদা মনের মানুষ ১।পরীক্ষা পরীক্ষার আগের রাতে বল্টু একটি পাঁচ টাকার কয়েন দিয়ে টস দেয়ার আগে মনে মনে বলতেছে- যদি শাপলা উঠে তাহলে টিভি দেখব, যদি সেতু উঠে তাহলে গল্প করব, আর যদি কয়েনটা খাঁড়া হয়ে পড়ে তাহলে ঘুমাতে যাব... ... কিন্তু কয়েনটা যদি উপর থেকে নীচে না পড়ে হাওয়াতেই থাকে তাহলে … … … মায়ের কসম সারা রাত পড়ব !!!!!!!! ২। গার্ল ফ্রেন্ডের এক ছেলের তার পুরাতন গার্ল ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে গেল , গার্লফ্রেন্ড : তুমি কি আমাকে এখনো ভালবাস ?? ছেলে : ভালবাসি কি না বলতে পারিনা . . তবে , আমার বন্ধুরা এখনো তোমার নামে আমাকে কসম দেয় ,, আর আমি তা কখনই ফেলি না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।