আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতের জন্য কিছু পুঁজি

আমার ব্লগ লেখা কফিনে শেষ পেরেকটি ঢুকে দিলাম আজকেই যেই কফিনে পুরাতন জঞ্জালগুলো সব কষ্ট করে ভরেছি বহুত আগেই যা করা উচিৎ ছিল তা নেহাৎ সহজ কিছু না আমি হয়তো শুরু করলাম কিন্তু শেষ আমি করবো না আমি খালি পথ দেখি দিলাম , আঁকাবাঁকা সেই বক্র পথ অন্য কাউকে এগিয়ে আসতে হবে সব শেষ করার জন্য যেইটা এখন না করলেই নয় , খালি সেইটুকুই করতে হবে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না , সাহসেরই তো এখন জয়জয়কার । আমি একটা কথা বলি , মন দিয়ে শোনো তোমাকে কিছু বলতে চাই অনেকদিন ধরে কতটুকু ধৈর্য দিয়ে কথাটা শুনবে সেটা তোমার ব্যাপার । তোমার কাছে একটা অনুরোধ করবো জানি তুমি রাখবে না , তবুও করবো আমার অনুরোধে যদি কারো উপকার হয় কিংবা উপকারের ক্ষীণ আলো উঁকি দেয় তাতেও আমার দিব্বি চলে যাবে কিংবা মন ভালো হবে , সাদা মনের মাধুরীতে । আমার একটা সাদা মনের খোঁজ রয়েছে তুমি কি আমার হয়ে একজনকে খুঁজে দেবে ? যে কিনা তার মনের আলোয় কালো দূর করবে যার স্বর্নালী ছোঁয়ায় এই ঘুণে ধরা সমাজও বদলে যাবে । খুব অসহায় হয়েই তোমাকে বলছি , নিরুপায় আমিও যদি এমন কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে স্বপ্ন ভেঙ্গে যাবে স্বপ্ন একটি রঙিন নতুন দেশের , যেখানে খালি শান্তি আর শান্তি এমন কিছু করতে হবে এখনই যাতে পরে আফসোস না করতে হয় আমাদের ভালো কাজগুলো তো পরে আলোর মুখ দেখবে সেই আলোয় আলকিত হবো আমরা আর আমাদের ভবিষ্যৎ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।