অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… ভবিষ্যতে কি কি হতে পারে? আমার তো মনে হয় মানুষ আর মানুষ থাকবে না! BioTechnology তে মানুষ এখনো শিশু! এই শিশু বড় হলে Cellular Level Engineering শুরু হবে! তারা নিজেদের ইচ্ছামত কোষিও বিক্রিয়া, তান্ত্রিক বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করবে, মিউটেসন ঘটাবে, Biologically চিরঞ্জীব হবে! তাদের পরিবেশ থেকে তথ্য নেবার ক্ষমতা বেরে যাবে! দেখা যাবে চোখে ভিন্ন আলোক সংবেদী কোষ লাগিয়ে Microwave থেকে X-Ray পর্যন্ত দেখতে পারবে নতুন নতুন আরও অনেক রঙ হিসেবে! ইচ্ছামত অঙ্গ প্রত্যঙ্গ লাগানো শুরু হবে! দেখা যাবে সবাই Cyborg টাইপ হইয়া যাবে! যানবাহনে বসে শুধু চিন্তা দিয়া চালাবে, হাত পা লাগবে না! Navigation systemও থাকবে না! সব মাথায় থাকবে চিপ এর মত! নিজ দেহের মাঝেই কোষীও Biological Chip, Computer, Radar ইত্যাদি বসানো থাকবে! আর অন্যান্য বিষয়ে? দেখা যাবে বাড়িগুলা হবে "জীবিত", Biologically Augmented বিশাল আকারের বিশাল বিশাল প্রকোষ্ঠবিসিস্থ গাছের মতন! একটা গাছগুলা পুরো একটা InterLinked শহর তৈরি করবে, তার মধ্যে দিয়ে রাস্তা ফ্যাক্টরি খেলার মাঠ সব থাকবে, কোন জায়গায় ফাটল ধরলে সেটা নিজ থেকেই Repair করবে! মানুষ অণুজীবের মত ওগুলোতে বাস করবে! Quantum Computer, তাত্ত্বিক Positronic Computer বেরোবে! তথ্য আদান প্রদান হবে Quantum Particles দারা! Power Plant হিসেবে অন্যান্য উপায়ের সাথে Nuclear Fusion (সূর্যের কেন্দ্রের বিক্রিয়া) বিক্রিয়া পুরদমে শুরু হবে! বিক্রিয়ার 90 ভাগের বেশি শক্তি Power Produce করবে, এখনকার মত Heat হিসেবে ব্যাপক লস খাবে না! ক্ষতিকর বর্জ্য হবে না! গারিগুলা উড়তেও পারবে, Low Power Aircraft হইয়া যাবে! পরিবর্তনীয় Aerodynamic shape থাকবে। VTOL Aircraft ব্যাপক হারে বাড়বে। Efficiently Wing এর সাথে Thrust Producing Engineগুলা ইছহামত ঘুরানো যাবে যেদিক খুশি! Ionosphere দিয়াও Rocket+Aircraft type যান চলবে, জালানি হবে ION! Ion Propulsion ব্যাপক বাড়বে! মাটি পানি আকাশ সবজায়গায় চালানর উপযুক্ত যান বেরোবে! Subterranean যান বেরোবে। মাটি কেটে এক জায়গা থেকে অন্নত্র যেতে পারবে! দেখা যাবে তারা সূর্যকে তাদের Laboratory বানাবে! ওটাকে ঘিরে শক্তি ব্যবহার করে বিশাল বিশাল কাঠামো তৈরি করবে যেটা দিয়ে হয়ত Worm Hole টাইপ কিছু তৈরি করা সম্ভব হবে! কিন্তু এইটা বেশি হইয়া যায়! আরও হাজার হাজার জিনিশ হতে পারে! হয়ত দেখা যাবে এ শতকেই Nuclear War শুরু হবে! পুরা পৃথিবীর মানুষ আবার কয়েকশো বা কয়েক হাজার বছর পিছায়া যাবে! আর এভাবে চলতেই থাকবে... পুরাটাই আমার মাথা থিকা, কোন উৎস নাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।