বীজমেলা চলছে, কাল শেষ। কিছু বীজ কেনা ও দেখা প্রয়োজন, তাই যাওয়া। একটি স্টলের ওপরে বেড়ার মাচায় নানা রকম তাজা লতাসহ সব্জী ঝুলিয়ে ছাদ করা হয়েছে যা সবার নজর কাড়ছিল। আইসক্রীমের গ্লাসে বীজ নানারকম রাংগিয়ে আইসক্রীমের মত স্তরবিশিষ্ট করে সাজিয়ে রাখা। ভেতরে একটি সুশ্রী মেয়ে বসা।
জিজ্ঞাসা করলাম এগুলো কে, কিভাবে করেছে? এক ভদ্রলোক সাথে সাথে এগিয়ে এলেন। বললেন, তার মেয়ে এইটে পড়ে, ও উত্তর জানেনা। বাবা আমাদের দুজনকে উত্তর দিলেন। চোখে পড়লো, ব্যস্ত বাবার দুচোখ ভরা আদরমাখা মমতা। ধন্যবাদ দিয়ে দোয়া চাইলেন মেয়ের জন্য।
আমি দেখছিলাম একজন বাবা কিভাবে ভবিষ্যতের বীজ বুনে চলেছেন তার আপন আত্মজার জন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।